ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে সারা বিশ্বে কোকাকোলা বয়কটের হিড়িক চলছে। বাংলাদেশেও কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ। সম্প্রতি এই কোকাকোলার একটি বিজ্ঞাপণ ঘিলে তুমুল সমালোচনা শুরু হয়েছে। এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন, ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র বোরহান ও শিমুল শর্মা।
তাদের ওপরও ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা। ফেসবুকে তাদেরও বয়টকের ডাক দিচ্ছেন অনেকে। বলছেন, ইসরায়েলতে সমর্থণ করতে এই পণ্যে বিজ্ঞাপন করেছেন তারা। ফলে তাদের অভিনিত নাটকও বয়কট করার কথা বলছেন কেউ কেউ।
কেন এই পণ্যের বিজ্ঞাপণ করেছেন তার সাফাই গেয়েছেন এই দুই অভিনেতা। শিমুল শর্মা জানান, বাংলাদেশে কোক নিয়ে প্রোপাগান্ডামূলক একটি তথ্য ছড়িয়ে আছে। কোনো প্রোডাক্টকে যদি ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয়, তাহলে কিছু করার নেয়। সবার নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট দিতে পারে। সেই জায়গা থেকে কোকাকোলা বিজ্ঞাপনটি বানিয়েছে।
আরও পড়ুনঃ বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০
এদিকে, ভিনেতা শরাফ আহমেদ জীবন বা বোরহান বলেন, তিনি একজন নির্মাতা এবং অভিনেতা। বিগত দুই দশক ধরে তিনি নির্মাণ ও অভিনয়ের সঙ্গে জড়িত। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ তার সঙ্গে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিলো। তিনি শুধুমাত্র তাদের দেওয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছেন। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটাও স্বীকার করেন তিনি। বলেন, পেশাগত দায়িত্ব থেকেই কাজটি করেছেন বলে সাফাইগান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, কোন মুসলিম অভিনেতা ইসরায়েলকে সমর্থন করে তাদের পণ্যে বিজ্ঞাপণ করতে পারে না। যারা অভিনয় করেছে তাদেরকেও সবার বয়কট করা উচিৎ বলে মনে করছেন তারা।
এ এ/
Discussion about this post