আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। আজই বসতে রাজি সরকার। তিনি আরও বলেন আপিল বিভাগে শুনানি রবিবার।
সরকার কোটা ব্যবস্থা সংস্কারের পক্ষেও বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় সংসদ ভবনের টানেলের নিচে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি। প্রয়োজনে আজই বসা হবে।
তিনি বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজই আলোচনায় বসতে রাজি।
টিবি
Discussion about this post