ইতিহাসের সবচেয়ে প্রাচীন মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকার ৪৮তম আসরের পর্দা উঠছে শুক্রবার (২১ জুন)। এই টুর্নামেন্টটি ফুটবল প্রেমীদের জন্য যতটা আনন্দের ঠিক ততটাই বেদনাদায়ক। কারণ— এই টুর্নামেন্টেই যে ইতি ঘটবে বিশ্ব ফুটবলে পায়ের জাদু দেখানো অনেক ফুটবলারদের। যাদের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম লিওনেল মেসি।
নিকোলাস হার্নান গঞ্জালো ওতামেন্ডি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার। সেন্টার ব্যাক হিসেবে খেলে থাকেন বেনফিকা ও নিজ দেশের হয়ে। ২০০৯ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১১১ ম্যাচ খেলা ওতামেন্ডি রয়েছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। জাতীয় দলের জার্সি গায়ে কোপা আমেরিকার এবারের আসর হতে পারে তার চতুর্থ ও শেষ টুর্নামেন্ট।
নাম: অ্যাঞ্জেল ডি মারিয়া
বয়স: ৩৬
ক্লাব: বেনফিকা
দল: আর্জেন্টিনা
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এ ফুটবলার ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের কোপা আমেরিকাই হবে তার ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়। আন্তর্জাতিক ফুটবলের ইতি হবে সেখানেই। ২০০৮ সালে পেশাদার ফুটবলে এসেছেন তিনি।
নাম: লিওনেল মেসি
বয়স: ৩৬
ক্লাব: ইন্টার মায়ামি
দল: আর্জেন্টিনা
জুলাইয়ে অনুষ্ঠিত অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলবেন না মেসি। সে কথা নিজেই জানিয়ে দিয়েছেন তিনি। বয়সের কারণেই হয়তো। ২১ জুন থেকে শুরু হতে চলা কোপা আমেরিকায় দেশের জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। এর আগে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘কোপার মাঝে অলিম্পিক নিয়ে ভাবা কঠিন। টানা দু’তিন মাস তা হলে ক্লাবের হয়ে খেলা হবে না। আর সেই সঙ্গে আমার বয়স বাড়ছে। এখন আর এতগুলো প্রতিযোগিতা খেলা সম্ভব হয় না। আমাকে বেছে খেলতে হবে। পর পর দু’টি প্রতিযোগিতা খেলা সম্ভব নয়।’
নাম: লুইস সুয়ারেজ
বয়স: ৩৭
ক্লাব: ইন্টার মায়ামি
দল: উরুগুয়ে
লুইস সুয়ারেজ উরুগুয়ের একজন ফুটবলযোদ্ধা। তার পুরো নাম লুইস আলবার্তো সুয়ারেজ ডিয়াজ। উরুগুয়েতে একটা কথা প্রচলিত আছে, ‘অন্যান্য দেশের আছে ইতিহাস, আমাদের আছে ফুটবল।’ সত্যি সেই ফুটবল একজন সুইপারকে বিশ্বে এমন পরিচিতি দিয়েছে। দেশের হয়ে প্রথম খেলেন ২০০৭ সালে। এবার কোপার ৪৮তম আসর হতে পারে সুয়ারেজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।
নাম: ক্লাউদিও ব্রাভো
বয়স: ৪১
ক্লাব: রিয়াল বেতিস
দল: চিলি
ব্রাভো রিয়াল বেতিসের হয়ে গোলরক্ষক এবং চিলির অধিনায়ক হিসেবে খেলছেন। এক সময় তিনি বার্সেলোনা ও ম্যান সিটিতেও গোলপোস্টের দায়িত্ব সামলেছেন। ২০০৪ সালে প্রথমবার দেশের জার্সি গায়ে জড়ান তিনি। বয়স বিবেচনায় এটিই তার সম্ভাব্য শেষ কোপার আসর।
নাম: অ্যালেক্সিস সানচেজ
বয়স: ৩৫
ক্লাব: ইন্টার মিলান
দল: চিলি
এর আগে তিনি বার্সেলোনার জার্সিতেও খেলেছেন। বর্তমানে চিলির এই ফরোয়ার্ড খেলছেন ইন্টার মিলানে। তাকে প্রায়ই চিলির সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। ২০০৬ সালে জাতীয় দলে ডাক পাওয়া সানচেজ এবার খেলবেন নিজের চতুর্থ এবং সম্ভাব্য শেষ কোপা আমেরিকা।
এ এস/
Discussion about this post