আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহায় মুসলমানরা আল্লাহর নামে পশু কুরবানি করেন। এ উপলক্ষ্যে সামর্থবান ও বিত্তবানদের কোরবানির পশু কেনার পরিকল্পনা করছেন। সামর্থ্যবান মুসলিমদের জন্য এই পশু কুরবানি ওয়াজিব। তবে কুরবানির জন্য কেমন পশু নির্বাচন করবেন, সে বিষয়ে ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। নবীজি (সা.) বলেছেন, তোমরা কুরবানিতে মুসিন্না ছাড়া জবাই করবে না। তবে সঙ্কটাপন্ন হলে ছয় মাস বয়সি ভেড়া-দুম্বা জবাই করতে পারো। (মুসলিম : ১৯৬৩; আবু দাউদ : ২৭৯৭)
আরবি ভাষায় মুসিন্না হলো ৫ বছর বয়সি উট, ২ বছর বয়সি গরু-মহিষ, ১ বছর বয়সি ছাগল-ভেড়া-দুম্বা। (শরহে নববী : ১৯৫৩)
সুতরাং উটের ক্ষেত্রে ৫ বছর, গরু-মহিষের ক্ষেত্রে ২ বছর, ভেড়া-দুম্বা ও ছাগলের ক্ষেত্রে কমপক্ষে ১ বছর বয়সি হওয়া বাঞ্ছনীয়। তবে ভেড়া-দুম্বা এক বছরের কম হয়েও যদি হৃষ্টপুষ্ট হয় এবং দেখতে ১ বছর বয়সির মতো দেখায় তবে তা দিয়েও কুরবানি চলবে। কুরআনে যেহেতু ‘সবচেয়ে প্রিয় বস্তু’ শব্দ উল্লেখ করা হয়েছে তাই কুরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উচিত। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) দুটি বড় শিংবিশিষ্ট সাদা-কালো বর্ণের তরতাজা খাসি দুম্বা কুরবানি করেছেন।’ (ইবনে মাজা : ৩১৫৯)
আরও লক্ষণীয় হলো কুরবানির পশু ক্রয়ে অসুস্থ বা ত্রুটিপূর্ণ যেন না হয়। মারাত্মক রোগাগ্রস্ত ও অসুস্থ পশু দিয়ে কুরবানি করা বৈধ নয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, চার ধরনের পশু দ্বারা কুরবানি করা যায় না- ১. যে পশু দৃষ্টিহীন। ২. যে পশু অতি রুগ্ন। ৩. যে পশু একেবারে খোড়া এবং ৪. যে পশু হাড্ডিসারশূন্য ও একেবারে শীর্ণ। (তিরমিজি : ১৪৯৭; ইবনে হিব্বান : ৫৯১৯)।
অন্য এক হাদিসে এসেছে- হজরত আলী (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদেরকে শিংভাঙা ও কান কাটা পশু দ্বারা কুরবানি করতে নিষেধ করেছেন।’ (তিরমিজি : ১৫০৪; আবু দাউদ : ২৮০৫)
হজরত আলী (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাদেরকে কুরবানির পশুর চোখ ও কান ভালোভাবে লক্ষ করার নির্দেশ দিয়েছেন।’ (তিরমিজি : ১৪৯৮; আবু দাউদ : ২৮০৪)। তবে ত্রুটির ক্ষেত্রে পশুর সব অঙ্গ সমান বিবেচ্য নয়। এমন কিছু ত্রুটি আছে যা একটা স্তর পর্যন্ত ছাড়যোগ্য।
যেমন হজরত কাতাদা (রহ.) বলেন, আমি হজরত সায়ীদ ইবনে মুসাইয়াব (রহ.)-কে ‘কান কাটা’-এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন, ‘যদি কানের অর্ধাংশ বা তারচেয়ে বেশি কাটা থাকে তবে তা দ্বারা কুরবানি হবে না।’ (মায়ানিল আসার : ২৭৯; ইলাউস সুনান : ৫৫৮৫)
শিং যেহেতু মৌলিক অঙ্গ হিসেবে গণ্য নয় তাই অধিকাংশ শিংভাঙা থাকলেও জায়েজ হবে। তবে গোড়া থেকে উপড়ে গেলে অঙ্গহানী বলে গণ্য হবে। তা দ্বারা কুরবানি হবে না।’ (আবু দাউদ : ২৮০৫; ইলাউস সুনান : ১৭/২৪০)
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম চ্যানেল 24 অনলাইনকে বলেন, কুরবানির জন্য অবশ্যই সুস্থ, সবল পশু ক্রয় করতে হবে। বিশেষ করে লেজ কাটা, কান কাটা, অন্ধ, রুগ্ন, জীর্ণশীর্ণ হাটতে পারে না এমন পশু ক্রয় করা যাবে না। এসব পশু দিয়ে কুরবানি হবে না।
এস এইচ/
Discussion about this post