২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় এক হাজার ৫০০ মানুষকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে ট্রাম্প ঘোষণা করেন যে ওভাল হাউজে পৌঁছেই তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন। পরে ১ হাজার ৫০০ সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।
এর আগে, ক্যাপিটল হিল আক্রমণের জন্য জেলবন্দি ব্যক্তিদেরকে ‘রাজনৈতিক বন্দি’ হিসাবে চিহ্নিত করেন ডোনাল্ড ট্রাম্প এবং তাদেরকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থক একদল মানুষ। ট্রাম্পপন্থী বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছিলেন।
ডেমক্র্যাটরা ওই হামলায় উস্কানি দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছিল। পরে সেনেটে দুই তৃতীয়াংশ ভোট না থাকায় ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান।
এস এইচ/
Discussion about this post