ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, মার্কিন সহায়তা প্যাকেজের অনুমোদনে বিলম্ব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বড় একটা উপহার হবে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্র সফরের আগে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সটিতে সেনাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ কথা বলেন জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে এই তথ্য জানা যায়।
সেনাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমরা হাল ছাড়ব না। আমরা জানি কি করতে হবে, এবং আপনি ইউক্রেনের উপর নির্ভর করতে পারেন এবং আমরা আশা করি আপনাদের ভরসা রাখতে পারব। আমাকে খোলামেলা আলোচনা করতে দিন। ক্যাপিটাল হিলে যেসব অমিমাংসিত সমস্যা রয়েছে এর পেছনে দায়ী পুতিন ও তার দলের লোকেরা।
উল্লেখ্য, সমর্থন সত্ত্বেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ডানপন্থি আইনপ্রণেতারা সহায়তা বন্ধের চেষ্টা করে যাচ্ছেন। ইউক্রেনের সমর্থকরা বলছেন, এই জটিলতা পুতিনের ক্ষমতাকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
যদিও যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ইউক্রেনের সমর্থনে পশ্চিমা দেশগুলোকে জমায়েত করেছিল। তবে ইউক্রেন যুদ্ধে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় রাজনৈতিক মতভেদ তৈরি হয়।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘পুতিন এখন বিশ্বাস করেন, তিনি ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রকে যেকোনও উপায়ে ছাড়িয়ে যেতে পারেন। কিন্তু তিনি ভুল ভাবছেন।’
রাশিয়া হামলা শুরু করার পর থেকে মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য ১১০ বিলিয়ন ডলারের বেশি সহায়তার অনুমোদন দিয়েছে কিন্তু রিপাবলিকানদের জন্য এ তহবিলের কিছুই অনুমোদন পায়নি। অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের আহ্বান জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেনের জন্য প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন বিষয়ে আনুষ্ঠানিকভাবেআলোচনা করতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্রাসেলসে জড়ো হবেন ইইউ নেতারা। ইউক্রেন ও ইসরায়েলকে দেওয়ার জন্য বাইডেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ এখনো অনুমোদন দেয়নি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা। মঙ্গলবার মার্কিন সিনেটে ভাষণ দেওয়ার কথা রয়েছে জেলেনস্কির।
Discussion about this post