বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য বুধবার (২৮ ফেব্রুয়ারি) ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। সেই দল জায়গা পেয়েছেন ক্রিকেটার হালিম শাহর ছেলে সৈয়দ শাহ কাজেম কিরমানি।
পুলিশ এফসি’তে খেলেন হালিম শাহর ছেলে সৈয়দ শাহ কাজেম কিরমানি। চলতি মৌসুমে এই মিডফিল্ডার একটি গোলও করেছেন। তবে দুই মৌসুম আগে যখন কানাডা থেকে দেশে এসেছিলেন কিনমানি, তখন হয়তো তিনি ভাবেনওনি জাতীয় দলে ডাক পড়বে তার।
তবে গেল দুই মৌসুমে বাংলাদেশের ঘরোয়া লিগে ভালো পারফর্ম করে নজর কেড়েছেন কিরমানি। যার ফলে ডাক পেয়েছেন ফিলিস্তিনের বিপক্ষে সৌদি আরবে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই ম্যাচের ক্যাম্পে।
কিরমানির বাবা হালিম শাহ ছিলেন নব্বই দশকের ঘরোয়া ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ। ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও ছিল হালিম শাহ। তবে জাতীয় দলের জার্সিতে কখনো খেলা হয়নি তার। ফলে এখন তার চাওয়া ছেলে যেন ফুটবলে চূড়ান্ত দলে জায়গা করে নেয়।
কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেছেন কিরমানি। চাইলে ফুটবলার না হয়ে বেছে নিতে পারতেন অন্য পেশাও। তবে কিরমানি ফুটবলটা খেলেন আবেগের সঙ্গে। যার কারণেই জীবনের পেশা হিসেবে বেছে নিয়েছেন। এখন জাতীয় দলে জায়গা করে নিতে আর একটি ধাপ পার করতে হবে তাকে।
ফিলিস্তিনের বিপক্ষে দুই লেগের খেলার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ কুয়েতে। আর আগামী ২৬ মার্চ দ্বিতীয় লেগের খেলাটি হবে বাংলাদেশে।
ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড:
মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রিতম; বিশ্বনাথ ঘোষ, মুরাদ হাসান, তপু বর্মন, মোহাম্মদ রহমত মিয়া, মোহাম্মদ ঈসা ফয়সাল, মোহাম্মদ শাকিল হোসেন, মোহাম্মদ সাদ উদ্দিন, মোহাম্মদ তাজ উদ্দিন; সোহেল রানা, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মোজিবুর রহমান জনি, রবিউল হাসান, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া; রাকিব হোসেন, সুমন রেজা, মোহাম্মদ শাহরিয়ার ইমন, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
এফএস/
Discussion about this post