আর্জেন্টিনার ১৫ হাজারের বেশি উগ্র ফুটবল সমর্থককে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে। এই সমর্থকদের একটি তালিকা বুয়েনস আইরেসে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হস্তান্তর করেছেন দেশটির নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বুলরিচ।
নিরাপত্তা মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, যেসব ব্যক্তি আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে সহিংসতা ও অপরাধে জড়িত, তারা যেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে না পারেন—সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের এই আসরে আর্জেন্টিনা থেকে অংশ নিচ্ছে দুটি জনপ্রিয় ক্লাব—বোকা জুনিয়র্স ও রিভার প্লেট।
মন্ত্রী জানান, ‘ত্রিবুনা সেগুরা’ নামের একটি নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই প্রযুক্তির সহায়তায় পূর্বে স্টেডিয়ামে সহিংসতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।
তিনি বলেন, ‘এই সরকারের শুরু থেকে ‘ত্রিবুনা সেগুরা’ ব্যবহার করে আমরা ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখেরও বেশি দর্শকের গতিবিধি পর্যবেক্ষণ করেছি। এর মধ্যে ১ হাজার ১৬৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে ৪০টির বেশি প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে তারা স্টেডিয়ামে প্রবেশ করতে না পারে।’
যুক্তরাষ্ট্রে আয়োজিত এই প্রথম বড় পরিসরের ক্লাব বিশ্বকাপে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্যই আগেভাগেই কড়া নজরদারি ও শৃঙ্খলার অংশ হিসেবে এ ব্যবস্থা নিয়েছে আর্জেন্টিনার সরকার।
বিশ্লেষকরা বলছেন, খেলাধুলাকে সহিংসতা থেকে মুক্ত রাখতে এমন ধরনের উদ্যোগ আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
এস এইচ/
Discussion about this post