স্কুল থেকে আগে বাড়ি যাওয়ার নেশায় অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছে মার্কিন এক শিক্ষার্থী। পুলিশকে জরুরি সেবায় ফোন করে সেই শিক্ষার্থী জানায়-তাদের স্কুলে গোলাগুলি হচ্ছে। এই খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ছুটে আছে প্রশাসন। কিন্তু তারা এসে দেখে এসব কিছুই না। ফোনে দেওয়া তথ্যের সবই ভুয়া।
ভুয়া তথ্য দিয়ে হয়রানির জন্য ওই শিক্ষার্থীকে আটকও করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, স্কুল ছুটির জন্য অপেক্ষা না করে আগেভাগে যেন সে বাড়িতে যেতে পারে, সেই আশায় পুলিশকে গোলাগুলির মিথ্যা তথ্য দিয়েছে।
শিশু শিক্ষার্থীর এমন চতুরতায় রীতিমত অবাক স্কুলের শিক্ষক-কর্মচারীরাও। ফ্লোরিডার মেরিয়ন কাউন্টির শেরিফের কার্যালয় বলেছে, শিশুটি স্কুলে এলোপাতাড়ি গোলাগুলির একটি মিথ্যা দাবি করে পুলিশের কাছে টেলিফোন করেছিল। যা অপরাধমূলক কাজের উদ্দেশ্য বলে নথিভুক্ত হয়েছে। এছাড়া স্কুলের পাঠদানে ব্যাঘাত এবং জরুরি সেবা নম্বর ৯১১ এর অপব্যবহার হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে মেরিয়ন ওকসের হরাইজন একাডেমিতে এই ঘটনা ঘটেছে। স্কুলের হলওয়েতে কথিত গোলাগুলির ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করার জন্য ৯১১ নম্বরে ফোন করে সে। পরে পুলিশ ওই স্কুল এলাকায় লকডাউন ঘোষণা করে। এরপর পুলিশের ব্যাপক তল্লাশিতে স্কুল এলাকায় কোনও বন্দুকধারী অথবা অস্ত্র পাওয়া যায়নি। এমনকি কারও আহত হওয়ার তথ্যও মেলেনি। পুলিশ টেলিফোন পাওয়ার পর স্কুলের সব কর্মী এবং শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তল্লাশি শেষে সবাইকে স্কুলে ফেরার অনুমতি দেওয়া হয়।
Discussion about this post