গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী অঙ্গনা রায়। কালীপূজার রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থ বোধ করায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
গণমাধ্যমে মেয়ের অসুস্থতার খবরটি নিশ্চিত করেন মা লাজবন্তী রায়। চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে পড়েছেন অঙ্গনা।
হাসপাতাল থেকে অঙ্গনা বলেন, কালীপূজার রাতে প্রসাদ খাওয়ার পর থেকেই অসুস্থবোধ করি। বিষক্রিয়ার জেরে শরীরে রক্তচাপও কমে যায়। এমনিতেই আমার রক্তচাপ একটু কমই থাকে। পরে শরীর বেশি খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় আমাকে।
তিনি আরও বলেন, প্রসাদ খাওয়ার ফলে যে এমন মারাত্মক পরিস্থিতি হতে পারে, সে ধারণাই ছিল না আমার। তবে আগের চেয়ে এখন অনেকটা ভালো আছি।
এস এইচ/
Discussion about this post