সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পাওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ন্যায় বিচার পেয়েছি।”
রোববার (১ ডিসেম্বর) লুৎফুজ্জামান বাবর মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর তিনি ঢাকা পোস্টের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন।
তাহমিনা জামান বলেন, “এতো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার কষ্টটা একমাত্র ভুক্তভোগীরাই অনুভব করতে পারে। আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন।”
একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সব আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০১৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় প্রদান করে। রায়ে বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে ১৪ জন হরকাতুল জিহাদ (হুজি) সদস্য ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও হুজির সাবেক আমির শেখ আবদুস সালাম ২০২১ সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসাইনসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এরপর ওই বছরেই হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে এবং দণ্ডিত কারাবন্দিরা আপিল করেন।
এম এইচ/
Discussion about this post