বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে, একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সে সঙ্গে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে মৃত্যুর মুখে তুলে দেওয়া হলো।
আজ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশের আধুনিক ক্রিকেট এর রূপকার মরহুম আরাফাত রহমান এর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি’র দোয়া মাহফিলের আয়োজন করে।
‘দেশ নিয়ে বিএনপি পরিবারের যত ত্যাগ, এটা যদি কেউ ভুলে যায়, তাহলে মনে হয় ঠিক হবে না। এতে জাতির প্রতি ও এ পরিবারের প্রতি অন্যায় করা হবে’ এমন মন্তব্য করেন মির্জা আব্বাস।
অভিযোগ করে তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।
‘বিএনপি ওয়ান ইলেভেন আনার পায়তারা করছে’ এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘২০০৭ সালে ওয়ান ইলেভেনের সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিএনপি ও তার কর্মীরা। এর পরিণতি বিএনপি চেয়ে কেউ বেশি ভোগ করেনি। বিএনপি তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত এর রোষানল থেকে রেহাই পায়নি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, অনেকেই বলেন , “নতুন একটা দল হচ্ছে সেটাকে বিএনপি নাকি জেলাস করছে”। এটা যারা বলছে, তারা দেশের শত্রু। দল হবে কি হবে না? সেটা নির্ভর করে যারা দল করবেন। দল ঘোষণা হওয়ার পরে বিএনপি কি করে সেটা দেখবেন , আমরা সেটাকে স্বাগত জানাই। গণতন্ত্র প্রক্রিয়া দল গঠন করবেন প্রয়োজনে আমরা সহযোগিতা করব। কিন্তু উল্টোপাল্টা কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।
“বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন।
সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, একটি দল নাম বলবো না, কথায় আছে না, গাছে কাঁঠাল গোঁফে তেল! সে অবস্থা তাদের । ভাব দেখে মনে হয়, কিছুই বোঝে না , ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মাঝে মাঝে টুপ করে বিএনপির বিরুদ্ধে একটা দুটো কথা বলে ফেলে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ইউ/
Discussion about this post