বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কারা নির্যাতিত নেতা আব্দুস ছালাম পিন্টুর সুস্থতা কামনায় কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহিন। কম্বল পেয়ে খুশি ৫ শতাধিক অসহায় শীতার্ত মানুষ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এ কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাকসু’র সাবেক জিএস চিত্তরঞ্জন দাস নুপুর। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আলি-ইমাম তপন, সাবেক সহ-সভাপতি সাদেকুল আলম খোকাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
কম্বল বিতরণকালে নেতারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা ও কারা নির্যাতিত নেতা ছালাম মিন্টুর রোগ মুক্তি কামনায় দোয়া করেন।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা কম্বল বিতরণ করছি শীতার্তদের মাঝে। হাসিনা বলে বেড়াত তিনি পালায় না, তবে তিনি পালিয়েছে। আমরা হাসিনার কঠিন বিচার দাবি করছি।
এ সময় প্রায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সুত্রঃ সময় টিবি
এম এইচ/
Discussion about this post