রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন আশরাফ আলী ও নেহার খাতুন। তারা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন।
জানা গেছে, নিহত দুই পরিচ্ছন্নতা কর্মী ভোরে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় দিকে উত্তরা দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আলামিন জানান, নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ ও চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।
এস এইচ/
Discussion about this post