জনতার মেয়র হিসেবে পরিচিত ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, খুনী শেখ হাসিনার বিচার করার ক্ষমতা রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই রয়েছে। নতুন দল গঠন করে একটা গোষ্ঠীর মধ্যে ভাব চলে এসেছে যে তারাই দেশ স্বাধীন করেছে। ইশরাক বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়নি, বাংলাদেশ আগে থেকেই স্বাধীন ছিল৷ সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে যা বাস্তবায়ন করতে হলে তাদের দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে অনেকেই। সংস্কার তখনই সম্ভব হবে যখন তা জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের মাধ্যমে হবে।
বগুড়া শিবগঞ্জে মোকামতলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার (১৪ মার্চ) মোকামতলা হাই স্কুল মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসরাক এসব কথা বলেন।
মোকামতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূরে আলম মো. মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম। অনুষ্ঠানে উপস্থিত হাজারো জনতার উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘ বছরের লড়াই সংগ্রামে মোকামতলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ৫ আগস্ট পরবর্তী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিবগঞ্জে তারা সাধারণ মানুষের নিরাপত্তা বিধানসহ সামগ্রিক ইতিবাচক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অনেক রাজনৈতিক দল এবং তাদের কর্মীরা বিভিন্ন সময়ে নানা গুজব ছড়ালেও সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করেছেন।
মোকামতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রোকন উদ-দৌলা রুবেলের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার পরবর্তী এক স্থানে শত শত মানুষকে সাথে নিয়ে নামাজে অংশ নেন ইশরাক হোসেন ও মীর শাহে আলম সহ নেতৃবৃন্দরা।
এম এইচ/
Discussion about this post