হতাশাবাদী
নেতিবাচক মানুষগুলো প্রতিটি ক্ষেত্রেই হতাশ থাকে। তা সামান্য কোনো বিষয় নিয়ে হলেও। নেতিবাচক মানুষেরা জীবন চলার পথে সব সময় পিছিয়ে থাকে। তার কারন একটাই, তারা কোনো কিছু করার সিদ্ধান্ত খুব সহজে নিতে পারেন না। আপনি কোথাও যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন, উত্তর আসবে, বাইরে খুব রোদ, এখন যাস না। সন্ধ্যায় খুব জ্যাম, তখন যাস না। রাতে ছিনতাইকারী ধরে ইত্যাদি। নেতিবাচক এসব মানুষের কাজ থেকে কখনো সহজ উত্তর আসা করা যায় না।
সদা দুশ্চিন্তাগ্রস্ত
জীবন চলার পথে সবকিছুরই কমবেশি ইতিবাচক আর নেতিবাচক দিক থাকে। তবে নেতিবাচক মানুষগুলোর সামনে যেন নেতিবাচক দিকগুলোই বেশি করে ফুটে ওঠে। কেননা, তাঁরা কেবল নেতিবাচকতার ওপরেই ‘ফোকাস’করেন। কোনো কাজ শুরুর আগেই তার ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান।
এতে করে দেখা যায়, তারা কোনো কাজের ক্ষেত্রে সামনে এগোতে পারে না।
অভিযোগের শেষ নেই
নেতিবাচক মানুষেরা অভিযোগ করতে কাউকে এক চুল পরিমান ছাড় দেন না। তা হতে পারে – দেশ, রাজনীতি, অর্থনীতি, সংসার, ধর্ম—কোনো কিছুই তাঁদের অভিযোগের বাইরে নয়। তাঁদের একটা অন্ধ বিশ্বাস যে, সারা বিশ্বের কমবেশি সবাই তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত! সবাই তাঁদের ক্ষতি করতে চান!
নতুন অভিজ্ঞতাকে না
নেতিবাচক মানুষের অভিজ্ঞতার ভান্ডার বিশেষ সমৃদ্ধ নয়। কেননা, তাঁরা জীবনে ঘটে যাওয়া কয়েকটা নেতিবাচক ঘটনার আলোকেই সবকিছুকে ব্যাখ্যা–বিশ্লেষণ করতে চান। নানা নেতিবাচক ধারণায় নিজেদেরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখেন,তারা কোনো নতুন অভিজ্ঞতাই গ্রহন করতে নারাজ। নিজেরাও নতুন অভিজ্ঞতা গ্রহন করতে চান না, অন্যদেরও নানা আশঙ্কা আর ঝুঁকির কথা বলে বাধা দিয়ে থাকেন।
সফল নন
নেতিবাচক মানুষেরা সাধারণত কোনো ক্ষেত্রেই সফল নন। কেননা, সফলতার জন্য ঝুঁকি নেওয়া আবশ্যক। আর তাঁরা যেহেতু নেতিবাচক দিকগুলোর ওপরেই জোর দেন, তাই বিভিন্ন আশঙ্কার কথা ভেবে ঝুঁকি নিতে চান না। সফলতার জন্য যে ‘পজিটিভ এনার্জি’,উদ্যমের প্রয়োজন হয়, তা তাঁদের নেই।
এনার্জি শুষে নেয়
আপনার আশেপাশে থাকা নেতিবাচক মানুষেরা আপনার অজান্তেই আপনার এনার্জি শুষে নিতে পারে। আপনার ভেতরেও বুনতে পারে নেতিবাচকতার বিষাক্ত বীজ।
অসুখী
নেতিবাচক মানুষ সুখে আছে এমন সংখ্যা খুবই কম রয়েছে। কেননা, সুখী হওয়ার পূর্বশর্ত হলো সন্তুষ্টি। আর নেতিবাচক মানুষদের সন্তুষ্ট করা খুবই কঠিন কাজ! এরা সর্বদাই নিজের অবস্থান নিয়ে দুশ্চিতায় থাকেন। ফলে তাদের নিজ অবস্থান নিয়ে তারা কখনোই সন্তুষ্ট নন।
এস আই/
Discussion about this post