খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ৯টার দিকে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- রাব্বি, আশরাফুল ও মামুন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা। অসাবধানতাবশত পাঁচ তলা থেকে পড়ে তিন জনের মৃত্যু হয়।তাৎক্ষণিক সহকমীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।
এস আর/
Discussion about this post