আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানকে অভিভাবক এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্রধান উপদেষ্টা করে ‘মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ’ গঠিত হয়েছে।
মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংগঠনের এক সভায় এই কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন- শাজাহান খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব এমদাদ হোসেন মতিন, সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ প্রমুখ।
সভায় বিএনপি-জামাতের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এস এম/
Discussion about this post