গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সকল মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ও আহতদের তালিকা প্রণয়ন করছে এ আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠনটির স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি; যাতে তাদের সংগ্রহ করা হিসেবে সারা দেশে মোট ১,৫৮১ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনে আহত হয়েছে ৩১ হাজারের বেশি মানুষ।
এ ইউ/
Discussion about this post