দেশে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না। মৃত্যুর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর) ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু এবং সাত হাজার ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ নভেম্বর ডেঙ্গুতে আটজনের মৃত্যু এবং ৯৯৪ জন হাসপাতালে, ১৭ নভেম্বর আট জনের মৃত্যু এবং এক হাজার ৩৮৯ জন হাসপাতালে, ১৮ নভেম্বর ছয়জনের মৃত্যু এবং এক হাজার ৮৩ জন হাসপাতালে, ১৯ নভেম্বর একজনের মৃত্যু এবং এক হাজার ৫২ জন হাসপাতালে, ২০ নভেম্বর পাঁচজনের মৃত্যু এবং এক হাজার ৩৪ জন হাসপাতালে, ২১ নভেম্বর নয় জনের মৃত্যু এবং এক হাজার ২১৪ জন হাসপাতালে, ২২ নভেম্বর দুইজনের মৃত্যু এবং ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৮২৬ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৯৩৮ জন। মারা গেছেন ৪৩৮ জন।
এ ইউ/
Discussion about this post