রাজধানীর কড়াইল বস্তিতে শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ৬১টি ঘর পুড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২টা ৪৪ মিনিটে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত ১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ৬১টি বস্তি ঘর পুড়ে গেছে বলে জানান এই কর্মকর্তা। ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ের তালতলায় একটি স’মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য জানান ।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন স’মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগেছে এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ে দুইতলা একটি স’মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ৯টি ইউনিট পাঠানো হয়। আগুনে অন্তত ২০টি দোকান ও দুটি স’মিল পুড়ে গেছে।
এ ইউ/
Discussion about this post