জায়েদ খান বাংলা চলচ্চিত্রে না যতটুকু জনপ্রিয় তার চেয়ে বেশি আলোচিত। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আলোচনায় থাকেন তিনি। তারমধ্যে অন্যতম বির্তকিত মন্তব্য ও ডিগবাজি। সারা বছর নানা কারণে আলোচানায় থাকেন এই অভিনেতা। কয়েকবছর ধরে খেয়াল করা যাচ্ছে, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য কুরবানির ঈদে বিক্রেতারা বিভিন্ন তারকার নামে রাখছেন কোরবানির গরুর নাম।
এরমধ্যে উল্লেখযোগ্য বিনোদন জগতের তারকাদের নাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এই তালিকায় রাজত্ব জায়েদ খানের নামের। প্রায়ই দেখা যায় গরুর নাম রাখা হয় জায়েদের নামে। বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ।
বিষয়টাকে কীভাবে দেখছেন জায়েদ এমন প্রশ্নে নায়ক বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।
গরুর নাম প্রসঙ্গে জায়েদ বলেন, কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।
এরপরই নিজের জীবনের একটি কোরবানি ঈদের ঘটনা জায়েদ সবার সঙ্গে শেয়ার করেন। বলেন, একবার কোরবানির ঈদের জন্য একটা ছাগল কিনে গাড়ির পেছনে উঠাই। আমার ড্রাইভার না বুঝেই গাড়ির ওই দরজা খুলে দেয়। আর ছাগলটা সুযোগ পেয়ে লাফ দিয়ে বাজারের ভেতরে দৌঁড় শুরু করে।
এসময় একটু মুচকি হেসেই জায়েদ বলেন, যেহেতু সেলিব্রেটি তাই ওই সময় ছাগল ধরতে আমি তো আর পিছু নিতে পারছি না। আমার ড্রাইভার ছাগলটা ধরতে দৌঁড় দিতে শুরু করে। এদিকে মেইন রাস্তায় গাড়ি স্টার্ট দেয়া। এমন অবস্থায় আমি গাড়িতে বসে আছি। সে এক অন্যরকম অভিজ্ঞতা।
টিবি
Discussion about this post