লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে ইসমাইল হোসেন রিপন (৪০) নামে সৌদি আরব ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে আব্দুর রহিম ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই বাড়ির মৃত রুস্তম আলীর ছেলে ও দুই কন্যাসন্তানের জনক।
রিপনের প্রতিবেশী খোকন জানান, ঘটনার সময় ডালপালা কাটার জন্য রিপন ঘরের পাশের একটি কড়ইগাছে ওঠেন। এ সময় তিনি ঘরের চালের ওপর পড়ে যান। সেখান থেকে ঘরের দরজার সামনের পাকার ওপর পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবু নাছের নান্টু বলেন, কয়েক মাস আগে রিপন সৌদি থেকে এসেছেন। সংসারে তার দুটি মেয়ে ও স্ত্রী রয়েছে। মেয়েগুলো এতিম হয়ে গেল। ঘটনাটি খুবই দুঃখজনক।
এ এস/
Discussion about this post