গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ১২ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনই শিশু। শুক্রবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স রেসকিউ এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এজেন্সি তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখানো হয়েছে, তার কর্মীরা জাবালিয়ায় খাল্লা পরিবারের বাড়ির ধ্বংসস্তূপের নিচে থেকে হতাহতদের উদ্ধার করছে।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল একটি বার্তা সংস্থাকে জানান, ‘শহীদদের সবাই একই পরিবারের। তারা সবাই আত্মীয়। যার মধ্যে সাতটি শিশু, সবচেয়ে বড় শিশুটির বয়স ৬ বছর। ইসরাইলের এই হামলায় আহত হয়েছেন ১৫ জন।’
এদিকে ইসরাইলি সেনাবাহিনী বেসামরিক মানুষের ওপর হামলার কথা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, হামাস সন্ত্রাসীদের লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তাদের ভাষায়, ওই সন্ত্রাসীরা এই অঞ্চলে কর্মরত আইডিএফ সৈন্যদের জন্য হুমকিস্বরূপ।
ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে, তাদের নিহতের সংখ্যার সঙ্গে প্রতিবেদনের নিহতের সংখ্যার মিল পাওয়া যায়নি।
গাজায় হামলার ১৪ মাসেরও বেশি সময় পরে শুক্রবার গাজা উপত্যকাজুড়ে আক্রমণ চালায় ইসরাইল। এ পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।
এম এইচ/
Discussion about this post