ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের কথিত ‘গণহত্যা’ বিষয়ে আজ রায় দেবেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে)। দক্ষিণ আফ্রিকার আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিজে এ রায় দিতে যাচ্ছেন। ধারনা করা হচ্ছে, ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে যদ্ধ বন্ধ করার নির্দেশ দিতে পারেন জাতিসংঘের শীর্ষ এই আদালত। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এ দিকে গাজার খান ইউনিসে এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এর আগে এ অঞ্চলের কয়েক হাজার বাসিন্দাকে এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। খান ইউনিসের বাসিন্দারা বলেছে, অব্যাহত সহিংসতার মধ্যে তারা পালাতে পারবেন না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালও নাসের হাসপাতালের একটি ভবন ও ইয়ার্ডের চারপাশে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় মানবিক সহায়তা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অন্তত ২০জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে আজ ইসরায়েলি হামলা বন্ধের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত জানাতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে। আইসিজের রায়ের দিকে আজ তাকিয়ে আছে সারা বিশ্ব।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর গাজায় ইসরায়েলিদের গণহত্যা বন্ধের আবেদন জানিয়ে দক্ষিণ আফ্রিকা গত ডিসেম্বরে আইসিজেতে একটি মামলা করে। চলতি মাসের শুরুর দিকে এ মামলার দুটি শুনানিও অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে জরুরি ভিত্তিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিতে আইসিজেকে অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া গাজায় মানবিক সহায়তা কার্যক্রম স্বাভাবিক রাখতে ইসরায়েলকে নির্দেশ দেওয়ারও অনুরোধ জানিয়েছে দেশটি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা আইসিজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বিবদমান দুই দেশের বিরোধ মেটাতে পদক্ষেপ নিয়ে থাকে। আইসিজের দেওয়া সিদ্ধান্ত মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে তা মানার জন্য কোনো দেশের ওপর খুব কম শক্তিই খাটাতে পারেন এই আদালত। আইসিজের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই।
এদিকে গত ১৪ জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কেউ আমাদের থামাতে পারবে না—দ্য হেগ নয়, শয়তানের অক্ষ নয়, অন্য কেউ নয়।’
বিশ্লেষকেরা বলছেন, ‘দ্য হেগ’ বলতে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কথা বুঝিয়েছেন নেতানিয়াহু।
হামাস পরিচালিত হাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ১৩৯জন ইসরায়েলি নিহত হয়েছেন।
এ জেড কে/
Discussion about this post