ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) হতাহতের এই ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনীর বলেছে, তারা একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় জড়িত ছিল।
গাজাজুড়ে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে ৩২ ফিলিস্তিনির নিহতের নিশ্চিত করেছেন চিকিৎসকরা। শনিবার গাজার দক্ষিণে খান ইউনিসে ফিলিস্তিনিদের অবস্থানের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা এবং হামাসের একটি সূত্র জানিয়েছে, আটা নিতে আসা মানুষের ভিড়ের কাছে লক্ষ্যবস্তু করা গাড়িটি নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে ছিল।
এদিকে গাজা সিভিল ডিফেন্স এবং সরকারী ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য গাজায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন মারা গেছে। সিভিল ডিফেন্স আরও জানিয়েছে যে উত্তর গাজার জাবালিয়ায় হামলায় তাদের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এর ফলে গত ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ৮৮ জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন।
এর আগে ওয়াফা জানিয়েছিল, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বেসামরিক যানবাহনকে লক্ষ্যবস্তু করে ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মানবিক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিনজন কর্মী নিহত হন। তবে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি।
এ ইউ/
Discussion about this post