গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ৩৮৮তম দিন পর্যন্ত প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখেরও বেশি। শুধু গাজাতেই নয় লেবাননে এ পর্যন্ত ২ হাজার ৬৭২ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
এ অবস্থায় ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব করেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের বিনিময়ে কয়েকজন ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) এ খবর আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি প্রস্তাবিত প্রত্যাখ্যান করেছেন।
যদিও মিশরীয় প্রস্তাবের পক্ষে বেশিরভাগ ইসরায়েলি মন্ত্রীর সমর্থন রয়েছে। কিন্তু নেতানিয়াহুর বিরোধিতার কারণে তেল আবিব এই চুক্তি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে। নেতানিয়াহু বলেছেন, ‘আলোচনা কেবল আগুনের মধ্যেই হবে।’
এস এইচ/
Discussion about this post