হামাস জানিয়েছে যে অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি বিষয়ে কোনো অগ্রগতি নেই। এদিকে, হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্তির দাবিতে হাজারো মানুষ তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছে। অন্যদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৭,৭১৮ জন নিহত হয়েছে।
রোববার (৩০ জুন) এক প্রতিবেদন থেকে জানা যায়, লাখো ইসরায়েলি বিক্ষোভকারী আবারও দেশটির তেল আবিবের রাজপথে নেমে বিক্ষোভ করেছেন। এসময় তারা সরকারের কাছে গাজায় আটক থাকা বন্দিদের বাঁচানোর এবং যুদ্ধবিরতি চুক্তি করার দাবি জানায়।লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান বলেন, ‘হামাস যেকোনো প্রস্তাবের বিষয়ে ইতিবাচকভাবে কাজ করতে প্রস্তুত যেটাতে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে (ইসরায়েলি সেনাদের) ব্যাপকভাবে প্রত্যাহার এবং গুরুত্বপূর্ণ বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করে।
যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত আরব মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এ পর্যন্ত যেকোনো ধরনের যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। গাজায় সংঘাতরত উভয় পক্ষই এই অচলাবস্থার জন্য একে অপরকে দায়ী করেছে।
উল্লেখ্য, গাজায় প্রায় ৯ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৭ হাজার ৭১৮ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ১৫ হাজারের বেশি শিশু। এই সময়ে আহত হয়েছে আরও ৮৬ হাজার ৩৭৭ জন। এ ছাড়া নিখোঁজ আছে আরও ১০ হাজারের বেশি। এর বাইরে, গত ৭ অক্টোবরের পর থেকে অপর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৫৫৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩৭ জনই শিশু। একই সময়ে আহত হয়েছে আরও ৫ হাজার ২০০ জনের বেশি।
এস এম/
Discussion about this post