টানা প্রায় দেড় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন সাড়ে ১১ হাজার ফিলিস্তিনি। ইসরাইলি এ হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালও।
শুক্রবার(১৭ নভেম্বর) গাজা শহরের নগরীর দক্ষিণাঞ্চলীয় জেইতুন এলাকার আল ফালাহ স্কুলে হামলা চালায় ইসরাইলের বিশেষ বাহিনী আইডিএফ।এতে নিহত হয়েছেন ২০ জন, আহত হয়েছেন আরও ১০০ জন। ওই স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
এছাড়া, এদিন গাজার উত্তরাঞ্চলীয় ইন্দোনেশিয়ান হাসপাতালে ১২০টি মরদেহ আনা হয়েছে। এসব মরদেহ গাজা ও উত্তর গাজার গভর্নরেট এলাকা থেকে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খান ইউনুসে আরেক দফায় হামলায় শিশুসহ মারা গেছে আরও ২৬ জন।
প্যালেস্টাইন টিভি থেকে প্রচারিত এক খবরে এসব কথা বলা হয়েছে। এই খবরের ব্যাপারে ইসরাইলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্যালেস্টাইন টিভি হলো পশ্চিম তীরের রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত একটি টেলিভিশন চ্যানেল।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এ ঘটনায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন বলে জানিয়েছে ইসরায়েল। যদিও শুরুতে এ সংখ্যা ১ হাজার ৪০০ বলে দাবি করেছিল দেশটি। এ ছাড়া হামাস যোদ্ধারা প্রায় ২৪০ জনকে জিম্মি করে রেখেছেন বলে ইসরায়েল দাবি করে আসছে।
হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। দেশটির নির্বিচার হামলায় গাজায় এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ১১ হাজার ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে ৭ হাজার ৮০০ নারী ও শিশু আছে। ইসরায়েলের হামলায় ২৯ হাজার ২০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।
Discussion about this post