ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামছেই না। দখলদার বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে বেশ কয়েকটি দেশ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার (২৪ আগস্ট) মিশরের রাজধানী কায়রো যাচ্ছেন।
এক বিবৃতিতে হামাস জানিয়েছে, মিশরের রাজধানীতে গাজা যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ দফায় মধ্যস্থতাকারীদের কাছ থেকে চলমান আলোচনার অগ্রগতি জানবে তাদের প্রতিনিধি দল। তবে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, তারা সেখানে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, প্রতিনিধি দল শনিবার কায়রো যাবে। সেখানে তারা মিসরের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাদের গাজা যুদ্ধবিরতির চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। কিন্তু তার মানে এই নয় তারা আলোচনায় অংশ নেবে।
এদিকে দুটি মিশরীয় নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি প্রতিনিধিদল বৃহস্পতিবার কায়রোতে নতুন দফা বৈঠক শুরু করেছে। যুদ্ধবিরতি নতুন প্রস্তাব নিয়ে মতপার্থক্য নিরসনের লক্ষ্যে দুই দিন ধরে চলে ওই বৈঠক।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্ত বেড়া ভেঙে হামলা চালায় হামাস যোদ্ধারা। ইসরায়েলি তথ্যমতে ওই হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হন। পাশাপাশি সেখান থেকে দুই শতাধিক নাগরিককে জিম্মি করে আনে হামাস। পরে সেদিন থেকেই ধারাবাহিকভাবে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব হামলায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
সূত্রঃ রয়টার্স
এ ইউ/
Discussion about this post