গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন: কালিয়াকৈর থানার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব মুন্সির ছেলে মফজেল (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার বাউমান এলাকার মৃত হাছেন আলীর ছেলে শউকত আলী (৪২)।
পুলিশ জানায়, সোমবার সকালে কালিয়াকৈর থানার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশার পিছনে মালবাহী ট্রাক ধাক্কা দিলে অটোরিকশার ৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ‘এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এফএস/
Discussion about this post