গাজীপুর কালিয়াকৈরে এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনায় চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। মঙ্গলবার (১৯ মার্চ) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এই ঘটনায় এ পর্যন্ত ১২ জন মারা গেল। এর আগে গতকাল সন্ধ্যা ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় তাওহীদ (৭) নামে আরও এক শিশু। শিশু তাওহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
তিনি জানান, গাজিপুরের ঘটনায় সন্ধ্যার দিকে ইনস্টিটিউটের আইসিইউতে তাওহীদ (৭) নামে এক শিশু মারা গেছে। সে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ডা. তরিকুল জানান, গাজীপুরের আগুনের ঘটনায় মোট ৩২ জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে এসেছিল। এরমধ্যে ১১ জন মারা গেছেন। চারজনকে ছুটি দেয়া হয়েছে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ১৭ জন রোগী ভর্তি আছে। সবার অবস্থাই সংকটাপন্ন।
তাওহীদের চাচা মো. আসাদ জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলায়। গাজীপুরে সজল সুমাইয়া দম্পতির ছেলে তাওহীদ। এই ঘটনায় তাওহীতের ছোট বোন তায়েবা (৩) গত শনিবার মারা যায়। তাওহীদের বাবা মো. সজল গাড়ি চালক। মা সুমাইয়া আক্তার গৃহিণী। ঘটনার সময় দুই ভাই-বোন রাস্তায় খেলছিল। তখনই গ্যাসের আগুনে দগ্ধ হয়।
উল্লেখ্য, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৪ জন হাসপাতালে ভর্তি হন।
এ এস/
Discussion about this post