গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক বাবা। মঙ্গলবার রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়ার গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (৩০ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল।
নিহত মো. আনোয়ার হোসেন (২৮) শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাত ৩টায় পারিবারিক দ্বন্দ্বে মোহাম্মদ আলী তার ছেলে আনোয়ার হোসেনকে গলা কেটে গুরুতর জখম করেন। পরে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। এ ঘটনার পরই বাবা মোহাম্মদ আলী শ্রীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার বিষয়টি স্বীকার করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, আসামি নিজেই থানায় এসে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম এইচ/
Discussion about this post