গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজারের ফল পট্টিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফল পট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আলু পট্টি, কাঁচাবাজার ও মুদি দোকানে ছড়িয়ে পড়ে।
দোকানিরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে। আগুনে শতশত ফলের দোকান পুড়ে আশপাশের বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর চৌরাস্তা মর্ডাণ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজিব আহমেদ বলেন, সকাল সাড়ে ৮টায় আমরা আগুন লাগার সংবাদ পাই। পরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এম এইচ/
Discussion about this post