গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে যাত্রীবাহী একটি ট্রেন ধাক্কা দিয়েছে। শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে অনেকেই আহত হয়েছেন।
শুক্রবার (৩ মে) সকাল ১১টা নাগাদ এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়রা জানায়, মালবাহী ট্রেনটি অপেক্ষমাণ অবস্থায় ছিল। এ সময় যাত্রীবাহী ঢাকা-টাঙ্গাইলগামী একটি আন্তঃনগর ট্রেন এসে অপেক্ষমাণ ট্রেনটির পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে ৫টি বগি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হয়েছেন চালক। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
Discussion about this post