পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত সেনার সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এছাড়াও, এ সময় সেনাবাহিনীর পাল্টা হামলায় অন্তত ১০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।
পাকিস্তান সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাতে মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা বোঝাই একটি গাড়ি প্রবেশ করে। পরে সেখানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলা চালায়। এতে কমপক্ষে তিনজন সেনা নিহত এবং ১২ জন আহত হন।
আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরের গ্যারিসন শহরে ভোরের আগে অভিযান চালানো হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, আশপাশের বেসামরিক নাগরিকদের বাড়িঘরগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এতে ছয়জন আহত হন।
নিরাপত্তা সূত্র ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে, পাকিস্তানি সেনারা কম্পাউন্ডে সশস্ত্র গোষ্ঠীকে কোণঠাসা করে ফেলে। এবং ভারি ‘বন্দুকযুদ্ধে’ তাদের (সশস্ত্র গোষ্ঠী) বেশ কয়েকজন সদস্য নিহত হন।
সূত্র আরও জানিয়েছে, সেনা কমান্ডোরা হুমকি নিষ্ক্রিয় করতে এবং কম্পাউন্ডটিকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করতে একটি ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়েছে।
এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠীরা।
এ এ/
Discussion about this post