ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আংটিবদল ও দ্রুতই বিয়ের ঘোষণা দেন তিনি। এরপর ফেসবুক থেকেই জানা গেল, শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গেছেন অভিনেত্রী। সঙ্গে আছেন তাঁর হবু বর। শুধু তা–ই নয়, এবারের ঈদ সেখানেই উদ্যাপন। সঙ্গীকে নিয়ে ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি।
আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এবার গায়েহলুদের সাজে দেখা গেছে চমক ও তাঁর হবু স্বামীকে। শাড়ি ও ফুল দিয়ে সেজেছেন চমক। তাঁর পাশে হলুদ পাঞ্জাবি পরা তাঁর হবু বর।
জানা গেছে, চমকের হবু বরের নাম আজমান নাসির। পেশায় ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে অভিনয় করেছেন তিনি। এর আগে ফেসবুকে হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে বাগ্দানের খবর নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে বলেন, তারা একে অপরের প্রেমে পড়েই বিয়ে করতে যাচ্ছেন। সকলের কাছে দোয়াপ্রার্থী তারা।
এস এম/
Discussion about this post