তারকাদের বিয়ের সানাইয়ের আবহ কাটতে না কাটতেই বেজে ওঠে বিচ্ছেদের সুর। কারও কারও ২-৩ যুগ পার হওয়ার পরেও বিচ্ছেদ হয়। সম্প্রতি তেমনি একটি ঘটনা সবাইকে অবাক করেছে। অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু দাম্পত্য জীবনের ইতি টেনেছেন দীর্ঘ ২৯ বছর পর। এই খবরের রেশ চলমান থাকতেই জানা গেল এই সংগীত কিংবদন্তির প্রিয় শিক্ষার্থী ও তার টিমের নারী গিটারিস্ট মোহিনীর সংসার ভাঙার খবর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রহমানের বিচ্ছেদের খবরের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন মোহিনীও।
ওই পোস্টে বলা হয়, ভারাক্রান্ত হৃদয়ে আমি আর মার্ক ঘোষণা করছি যে, আমরা আলাদা হয়েছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারের প্রতি প্রতিশ্রুতি হিসেবে জানাই এটি আমাদের পারস্পরিক বোঝাপড়া। আমরা এরপর থেকে শুধুই বন্ধু হিসেবে থাকব। কিন্তু আমরা দুইজনেই জীবনে ভিন্ন জিনিস চাই। যার ফলে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।
জানা গেছে, এই মুহূর্তে বেশ কিছু প্রকল্প হাতে রয়েছে মার্ক-মোহিনীর। যেগুলোতে একসঙ্গে কাজ করছিলেন তারা। তাদের বিচ্ছেদ সেসবে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান তারা। এ প্রসঙ্গে নারী গিটারিস্ট লেখেন, ‘আমাদের একসঙ্গে কাজ অদূর ভবিষ্যতে থামছে না।’
প্রসঙ্গত, মোহিনী কলকাতার মেয়ে। গায়ক রহমানের টিমের একজন সদস্য তিনি। দেশ-বিদেশে রহমানের সঙ্গে ৪০টির মতো শোয়ে অংশ নিয়েছেন এই নারী গিটারিস্ট।
এ ইউ/
Discussion about this post