রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার পর গুলশান-২ এলাকায় বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (৬ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটে ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এছাড়া অভিযানে রয়েছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ডিএনসিসি সূত্রে জানা যায়, বিভিন্ন রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না, তা দেখতে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি।
গুলশান-২ এর বিভিন্ন রেস্তোরাঁ ঘুরে ঘুরে দেখছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি যেসব আবাসিক এবং বাণিজ্যিক ভবনের সিঁড়ি ও পার্কিংয়ে দোকানপাট বসানো হয়েছে এবং মালামাল রাখা হয়েছে, সেগুলো অপসারণ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন সাংবাদিকদের বলেন, বিভিন্ন রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে কি না তা দেখতে আজ গুলশানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক অনিয়ম ধরা পড়ছে। ট্রেড লাইসেন্স নেওয়ার সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল, কিছু প্রতিষ্ঠান তা ভঙ্গ করছে। তাই তাদের জরিমানাও করা হচ্ছে। জরিমানা করার পরও যদি কোনো প্রতিষ্ঠান শৃঙ্খলার মধ্যে না আসে তাহলে তাদের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করতে দেওয়া হবে না।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর পরেই মূলত নড়েচড়ে বসেছে প্রশাসন। তারা অভিযান পরিচালনা করছে রাজধানীর বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয়।
এস আর/
Discussion about this post