ঢাকার গুলশান-২ এলাকার একটি চায়ের দোকান থেকে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুইজন ওই চায়ের দোকানে কাজ করতো।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নিহত দুইজন হলেন- মো. রফিক ও সাব্বির। এর মধ্যে মো. রফিকের বাড়ি বরিশালের দরদবিয়া গ্রামে আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গেীরিপুর উপজেলার রায়গঞ্জ থানার বেপারী পাড়ায়।
পুলিশ বলেছে, মরদেহগুলোয় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাদের একজনের বয়স ৬২ বছর। আরেকজনের বয়স ১৫ বছর। গুলশানের ১০৮ নম্বর সড়ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ বলেন, “গুলশান-২ এলাকার একটি চায়ের দোকান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ওই চায়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে।”
এম এইচ/
Discussion about this post