গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, খাগাইল গ্রামের দুলাল মোল্যা রাস্তার ওপর ছাগল বেঁধে রাখে।
এ সময় জহুরুল মোল্যা মাদরাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দড়িতে (রশিতে) বাধা পেয়ে পড়ে যায়। পরে রাস্তার ওপর কেন ছাগল বেঁধে রেখেছে তা বলতে গেলে দুলাল মোল্যা ও তার লোকজন জহুরুলকে মারধর করে। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
পরে মারাত্মকভাবে আহত আজিজুল মোল্যা, জহুরুল মোল্যা, বিনু বেগম, জুবা মোল্যা ও রেজান মোল্যাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সাজেদুর রহমান জানিয়েছেন, এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম এইচ/
Discussion about this post