গোপালগঞ্জের মুকসুদপুরে বরিশাল থেকে ঢাকাগামী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এসময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঢাকার পল্লবী এলাকার সালমা জামান।
মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে বরিশাল থেকে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের বাসটি মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া ড়োমরাকান্দি নামক এলাকায় এলে ঢাকা থেকে টেকেরহাট একটি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে মাইক্রোবাসের চালক ও নারীসহ পাঁচজন নিহত হন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করেছেন মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস আই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম।
টিবি/
Discussion about this post