ভারতের একটি ধর্মীয় অনুষ্ঠানে মর্মান্তিক পদপৃষ্টের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
শনিবার (৩ মে) ভোরে গোয়ার শিরগাঁওয়ে ঐতিহ্যবাহী লাইরাই দেবী যাত্রার সময় হাজারো ভক্ত মন্দিরে সমবেত হলে এই দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের অভাবে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানান, আহতদের চিকিৎসায় গোয়া মেডিকেল কলেজ ও আশপাশের হাসপাতালগুলোতে অতিরিক্ত চিকিৎসক ও আইসিইউসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আটজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় প্রকাশ করে গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে পরিস্থিতির খোঁজ নেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
প্রসঙ্গত, প্রতি বছর শিরগাঁওয়ে লাইরাই দেবীর যাত্রা উপলক্ষে হাজারও ভক্ত উপস্থিত হন। ‘আগ্নিদিভ্য’ বা আগুনের ওপর হাঁটার মতো বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য এই উৎসব বিশেষভাবে পরিচিত।
এস এইচ/
Discussion about this post