গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বনানীর বাসায় এই দুর্ঘটনা ঘটে। পরে সকাল পৌনে সাতটার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।
বরিশালে বাসের ধাক্কায় নারী নিহত, আহত দুইবরিশালে বাসের ধাক্কায় নারী নিহত, আহত দুই
হাসপাতালটির চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সকালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এম এইচ/
Discussion about this post