গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের নিয়মিত করার সুযোগ দিল গ্রিস সরকার। নিয়মিত হাবার জন্য আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এর আগে ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল দূতাবাস।
সম্প্রতি এথেন্সের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও গ্রিসের মধ্যে অভিবাসন বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও গ্রিক সরকারের আইন নং-৪৯৫৯/২০২২ (A 144) ও ডিসিশন নং-৭১৬৬৫৯; ২৯/১১/২০২২ (B 6271) অনুযায়ী গ্রিস প্রবাসী বাংলাদেশিদের জন্য গ্রিস সরকারের অনলাইন প্ল্যাটফর্মে পাঁচ বছর মেয়াদি গ্রিসের রেসিডেন্ট পারমিটের জন্য আবেদনের পূর্ব নির্ধারিত সর্বশেষ তারিখ ছিল ৩০ অক্টোবর।
বলা হয়, বাংলাদেশ দূতাবাস কর্তৃক আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধের পরিপ্রেক্ষিতে গ্রিক সরকারের ডিসিশন নং ৪৭৫২১৮/১৮.১০.২০২৩; (২৬/১০/২০২৩ তারিখের ৬১৭১নং গেজেট নোটিফিকেশন) অনুযায়ী পাঁচ বছর মেয়াদি গ্রিসের রেসিডেন্ট পারমিটের জন্য অনলাইন প্ল্যাটফর্মে আবেদনের সর্বশেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩ পুনর্নির্ধারণ করা হয়েছে।
এ অবস্থায় পাঁচ বছর মেয়াদি গ্রিসের রেসিডেন্ট পারমিট গ্রহণের আবেদনের উদ্দেশে বাংলাদেশ দূতাবাস, এথেন্সে নাম নিবন্ধন করে পাসপোর্টের কপি সত্যায়ন করার সর্বশেষ তারিখ ২০ নভেম্বর ২০২৩ পুনর্নির্ধারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে ইতোমধ্যে যারা দূতাবাসে নাম নিবন্ধন করেছেন তাদের বিলম্ব না করে অতি দ্রুত একজন অভিবাসন বিষয়ক দক্ষ আইনজীবীর সহযোগিতায় সঠিকভাবে আবেদন করার জন্য অনুরোধ করা হয়।
উল্লেখ্য যে, যাদের পাসপোর্টের মেয়াদ আবেদনের দিন পর্যন্ত দুই বছরের কম থাকবে, তারা পাঁচ বছর মেয়াদি গ্রিসের রেসিডেন্ট পারমিট গ্রহণের আবেদন করতে পারবেন না। তাই তাদের দ্রুত পাসপোর্ট নবায়ন করে দূতাবাসে নিবন্ধন করা জন্য অনুরোধ করে দূতাবাস।
বিজ্ঞত্তিতে সতর্ক করে বলা হয়, আবেদনের সঙ্গে কোনো ধরনের জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি ভুয়া রেকর্ভপত্র বা ডকুমেন্টস অনলাইনে বা অফলাইনে দাখিল করলে গ্রিস সরকারের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের ২৫/০৯/২০২৩ তারিখের ৪৩৪৪৭৬নং আদেশমূলে তাদের বিরুদ্ধে গ্রিস সরকার আইনগত ব্যবস্থা হিসেবে রেসিডেন্ট পারমিটের আবেদন বাতিল করা হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে পাঁচ বছরের জন্য গ্রিসে বসবাস ও রেসিডেন্ট পারমিটের পুনরায় আবেদনে নিষেধাজ্ঞা প্রদান করবে। এছাড়া অবৈধভাবে গ্রিসে বসবাস ও জাল-জালিয়াতির কারণে প্রয়োজনে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও গ্রহণ করতে পারে। এ বিষয়ে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস।
Discussion about this post