‘আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মিথ্যা মামলা আমার জন্য কোনো ঘটনাই না। আমি আবারো এদেশের এমপি ও মন্ত্রী হবো।’ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে গ্রেফতারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তম সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরপর দুপুরের তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, জেলার কাঁঠালিয়া উপজেলায় বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাঁঠালিয়া থানায় একটি মামলা নথিভূক্ত হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রাজাপুর থানা পুলিশ।
সকালে গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে শাহজাহান ওমরের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় শাহজাহান ওমর রাজাপুর থানায় হামালাকারীদের বিরুদ্ধে অভিযোগে দায়ের করতে যান। পরে সেখান থেকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এরপর তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অপরদিকে শাহজাহান ওমরকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যায় অভিযুক্ত করে তাকে ওই সব মামলায় আসামি করা এবং তার ফাঁসির দাবিতে ঝালকাঠি ও রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি।
এম এইচ/
Discussion about this post