চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাটে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৩ নারী ও পুরুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) আবাসিক হোটেল গুলজার, নিরিবিলি ও পপুলার হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে মহানগর অধ্যাদেশ আইনের ৭৬ ধারার অপরাধে একই আইনের ১০৩ ধারায় আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ইউ/
Discussion about this post