চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার এস আলম রিফাইনড সুগার মিলে আগুন লাগার ঘটনা ঘটছে। সোমবার (৪ মার্চ) বিকাল ৩ টা ৫০ মিনিটে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার এই সুগার মিলে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌ বাহিনীর অগ্নিনির্বাপক দলও।
ফায়ার সার্ভিসের কর্মী ও চিনিকলের কর্মকর্তারা জানিয়েছেন, চিনিকলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা অপরিশোধিত ও পরিশোধিত চিনি রাখা ছিলো। আগুনের তীব্রতা বাড়ায় পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। তবে পাশের পাঁচটি গোডাউনে এখনও আগুন ছড়ায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০ ইউনিট। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন যাতে গুদামের বাইরে ছড়িয়ে না পড়ে সে চেষ্টা করছেন তারা। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ায় এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।
গত শুক্রবার (১ মার্চ) বাকলিয়া থানার পাশে এস আলম গ্রুপের নির্মাণাধীন হিমাগার ‘তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’-এ আগুন লেগেছিলো। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১০ ইউনিট সেদিন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ এস/
Discussion about this post