চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে চলছে জয় বাংলা কনসার্ট। এর একটু দূরে কাজীর দেউড়ির আলমাস সিনেমা হল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কনস্ট্রাকশনের বাউন্ডারি দেওয়ালের ভেতরে আগুনের তীব্রতা দেখা যাচ্ছে। এম এ আজিজ স্টেডিয়ামে চলমান জয়বাংলা কনসার্ট থেকে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ এস/
Discussion about this post