চট্টগ্রাম নগরে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলাকালে হকারদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরে ওই এলাকায় উচ্ছেদে যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একটি দল। পরে নিউমার্কেট এলাকায় ফুটপাতে বসা কয়েকজন হকারকে তুলে দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে হকাররা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। বেশকিছু সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় জহুর হকার্স মার্কেট, নিউমার্কেট, আমতলসহ আশপাশের এলাকা।
কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হক বলেন, এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নগরের ফলমুণ্ডি লেইন, পুরাতন রেলস্টেশন, রিয়াজউদ্দিন বাজার, নতুন রেলস্টেশন, নিউমার্কেট, তামাকুণ্ডি লেইন, আমতলসহ আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে প্রায় এক হাজার ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে চসিক। অভিযানে অংশ নেয় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সাতজন ম্যাজিস্ট্রেট। এ সময় প্রায় ২০০ পুলিশ, ৩০ জন র্যাব এবং আনসারসহ চসিকের বিপুল কর্মী মোতায়েন ছিল। অভিযান চলাকালে দফায় দফায় মিছিল করে হকাররা।
এ জেড কে/
Discussion about this post